Sunday, May 13, 2018

১৫ আগষ্ট আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছে

Image may contain: 3 people, people smiling, text
১৫ আগষ্ট আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছে; সব নেতাই ভুলে গেছেন-মনে রেখেছেন শুধু শেখ হাসিনা; তাঁর পরিবারের ১৮ জন সদস্যকেই হত্যা করা হয়েছে। শেখ হাসিনার কষ্ট স্বয়ং আল্লাহ্‌ ছাড়া কেউ অনুভব করে না। যদি করতেন তাহলে অর্থের পিছনে দৌড়াতেন না।

No comments:

Post a Comment